whatsapp channel

Soumyadeep Mukherjee: জগদ্ধাত্রীর স্বামী স্বয়ম্ভুর আসল পরিচয় জানলে অবাক হবেন

একদিকে হাওড়া যখন বর্তমানে হৈমন্তী গাঙ্গুলী (Haimanti Ganguly)-কে নিয়ে সরগরম, সেই সময় স্টুডিওপাড়ায় একজন অভিনেতা ধীরে ধীরে এগিয়ে চলেছেন তাঁর লক্ষ্যে। তিনি, সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadip Mukherjee)। বর্তমানে জি বাংলার নতুন…

Avatar

Nilanjana Pande

একদিকে হাওড়া যখন বর্তমানে হৈমন্তী গাঙ্গুলী (Haimanti Ganguly)-কে নিয়ে সরগরম, সেই সময় স্টুডিওপাড়ায় একজন অভিনেতা ধীরে ধীরে এগিয়ে চলেছেন তাঁর লক্ষ্যে। তিনি, সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadip Mukherjee)। বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে জগদ্ধাত্রী বা জ্যাস স্যান্যালের স্বামী স্বয়ম্ভূর ভূমিকায় অভিনয় করছেন সৌম্যদীপ। ‘জগদ্ধাত্রী’ নারীকেন্দ্রিক কাহিনী হলেও সৌম্যদীপের চরিত্রের গুরুত্ব ধারাবাহিকে কম নয়।

হাওড়া শহরে জন্ম ও বড় হওয়া সৌম্যদীপের। উচ্চ মাধ্যমিক পাশ করার পর মডেলিং-এ আসেন তিনি। বরাবর স্বপ্ন দেখতেন ক্যামেরার সামনে কাজ করার, এক সফল অভিনেতা হওয়ার। বিজ্ঞাপনে মডেলিং করার পাশাপাশি নাইট কলেজে পড়াশোনা করতেন সৌম্যদীপ। 2017 সালে মডেলিং-এর একটি বড় প্রোজেক্ট করার পরই বাংলা ধারাবাহিক ‘ত্রিশূল’-এ অভিনয়ের সুযোগ পেয়েছিলেন সৌম্যদীপ। এরপর থেকেই ধীরে ধীরে টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বর্তমানে টলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করাই তাঁর লক্ষ্য।

মা-বাবার সাথে এখনও অবধি হাওড়ার বাড়িতেই থাকেন সৌম্যদীপ। সেখান থেকেই রোজ বেহালার স্টুডিওয় যাতায়াত করেন তিনি। তবে পরিকল্পনায় বিশ্বাসী নন পর্দার স্বয়ম্ভূ। কেরিয়ারে যেমন সুযোগ আসবে, সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

লাগাতার দুই মাস ধরে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান বজায় রেখেছে ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিক প্রসঙ্গে সৌম্যদীপের মত, ‘জগদ্ধাত্রী’-র কাহিনীতে কারও একঘেয়েমি আসবে না। এই কারণেই দর্শকদের পছন্দ হচ্ছে এই ধারাবাহিক। ফলে টিআরপিও ভালো। যদিও টিআরপি নিয়ে চিন্তা করেন না সৌম্যদীপ। তিনি শুধু নিজের সেরাটাই দিতে চান।

whatsapp logo