পুজো যেমন আসছে, তার সাথে সাথে কিন্তু শীতকালও এসে যাচ্ছে। এই শীতকাল এলেই কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা ত্বক ফেটে যাওয়া বা ত্বক খসখসে হয়ে যাওয়ার সমস্যা থাকে, তাই এই সমস্যা থেকে যদি চিরতরে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই বানিয়ে নিতে হবে। এই জন্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন অসাধারণ এই লোশনটি, আপনি দেখবেন ত্বক কত সুন্দর হয়ে গেছে।
বাইরে থেকে লোশন কিনে এনে আমরা ব্যবহার করি ঠিকই, কিন্তু তার জন্য আমাদের ত্বক কিছুক্ষণের জন্য ময়েশ্চারাইজার আমাদের ত্বকের উপরে থাকে তারপরে কিন্তু আস্তে আস্তে তা চলে যায়। এছাড়াও এর মধ্যে এমন কিছু কিছু খারাপ জিনিস থাকে যা কিন্তু আমাদের ত্বকের জন্য একেবারেই ভালো না তাই আপনিও যদি নিজের ত্বককে যে কোন কেমিক্যাল ফ্রী রাখতে চান, তাহলে অবশ্যই বাড়িতে এটি তৈরি করুন।
এর জন্য আপনার যেটা প্রথমেই দরকার সেটি হলো গোলাপজল। পরিমাণ মতন গোলাপজল নিয়ে নিতে হবে তার সঙ্গে নিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ফর্সা করতে সাহায্য করে। গোলাপজলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল তার মধ্যে নিয়ে নিন গ্লিসারিন এবং নারকেল তেল। প্রত্যেকটি উপকরণকে আপনাকে একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এই লোশন আপনি যদি শীতকালে নিয়মিত মাখেন, তাহলে দেখবেন ত্বকের কোন সমস্যাই আপনাকে ছুঁতে পারবে না। এছাড়া যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক বডি লোশন লাগানোর পরেই যাদের অনেক সমস্যা হয়। তারা কিন্তু এটি ব্যবহার করে দেখতে পারেন, সেক্ষেত্রে ডাবরের বা যে কোন ব্র্যান্ডেড কোম্পানির গোলাপজল কিনতে পারেন। আর যদি বাড়িতে গোলাপ জল তৈরি করেন, তাহলে এই মিশ্রণটি আপনাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে।