GossipHoop Plus

পথ দুর্ঘটনায় শরীরে চিরস্থায়ী চোট, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর কাহিনী শোনালেন ইয়ামি

২০১২ র ‘ভিকি ডোনার’ দিয়েই বি টাউনে প্রথম অভিষেক হয় এই টানটান সুন্দরীর। নাহ শুধু হিন্দি নয়, তিনি পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষাতেও মুভি করেন। হিন্দিতে তিনি বেশ জনপ্রিয় মুখ। বিশেষ করে সানাম রে করার সময় থেকে তাঁর জনপ্রিয়তা দ্বিগুন হারে প্রকাশ পায়। সম্প্রতি, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বালা’ র জন্য তাঁর জনপ্রিয়তা আরও বারে। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনের তিনি ব্র্যান্ড আম্বাসাডার।

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam (@yamigautam)

সম্প্রতি তিনি তাঁর পূর্বের এক কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করেন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। যেখানে তিনি বলেন যে একদিন সকালে দু-চাকার গাড়ি নিয়ে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশেই রওনা হয়েছিলেন, সামনে ছিল একটি চার চাকার গাড়ি। অই সামনের গাড়ির চালকের আসনে ছিলেন একজন মহিলা। তাঁর যাওয়ার কথা ছিল বা দিকে, কিন্তু তিনি ডান দিকের সিগন্যাল দিয়ে বা দিকে যান। এরপর সামনের ওই গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে নিজের গাড়ি থেকে পড়ে যান ইয়ামি।

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam (@yamigautam)

সেদিন ওই মহিলা অভিনেত্রীকে সাহায্য করতে আসেননি, বরং তিনি পালিয়ে গিয়েছিলেন। ইয়ামির কথায়, “সৌভাগ্যবশত আমি হেলমেট পরেছিলাম। আমি নড়তে পারছিলাম না। অন্য কোনও গাড়ি আমাকে চাপা দিয়ে দিতে পারত। কিন্তু এক ব্যক্তি এসে আমাকে তুলে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেন।”

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam (@yamigautam)

ওই দুর্ঘটনার সময় ঘাড়ে চোট পান অভিনেত্রী। সেই সময় ইয়ামির আইএএস হওয়ার ইচ্ছা ছিল। ওই ঘাড় নিয়ে তাঁর আইএএস তো দূর অভিনয় করবেন তাও ভাবেননি। কিন্তু চিকিৎসকদের পরামর্শ ও যোগাসনের মধ্য দিয়ে ঘাড়ের চোট সারিয়ে তোলেন তিনি। এখন সম্পূর্ণ সুস্থ হলেও মাঝে মধ্যে পুরনো ব্যাথা মাথা চাড়া দিয়ে ওঠে। সম্প্রতি ইয়ামির হাতে রয়েছে বেশ কয়েকটি হিন্দি মুভির কাজ। দশভি’ বলে একটি ছবিতে আইপিএস অফিসার জয়তী দেশওয়ালের ভূমিকায় অভিনয় করছেন ইয়ামি। এবং ‘ভুত পুলিশেও’ তিনি আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam (@yamigautam)

Related Articles