মন্দিরা বেদী (Mandira Bedi) নিজের কেরিয়ারেও হেঁটেছিলেন ছকভাঙা পথে। এবার সমাজের পথেও ভেঙে দিলেন আজব নিয়ম। নিয়ম ভেঙে সদ্য প্রয়াত স্বামী রাজ কোশল (Raj koshal)-কে কাঁধ দিয়ে সমাজের সযত্নলালিত পিতৃতন্ত্র তথা পুরুষতান্ত্রিক কাঠামোয় আঘাত হানলেন মন্দিরা।
30 শে জুন সকালে মন্দিরার স্বামী ও বিখ্যাত প্রযোজক-পরিচালক রাজ কোশল চ্যাটার্জি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 49 বছর বয়সে প্রয়াত হন। তাঁর অকালপ্রয়াণের সংবাদ বলিউডে ছড়িয়ে পড়তেই রাজ-মন্দিরার বাংলো ‘রামা’-য় এসে পৌঁছন হুমা কুরেশি (Huma Qureshi), নেহা ধুপিয়া (Neha dhupia), অঙ্গদ বেদী (angad bedi), রণিত রায় (Ronit Roy), অপূর্ব অগ্নিহোত্রী (Apurba agnihotri), দিনো মোরিয়া (Dino moria), আশিস চৌধুরী (ashish chowdhury)-রা।
এই মুহূর্তে নেটদুনিয়ায় রাজের শেষকৃত্যের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেই ছবি এবং ভিডিওগুলিতে মন্দিরাকে দেখা যাচ্ছে সমস্ত নিয়ম পালন করতে। সেখানেই দেখা গেছে স্বামী রাজের দেহকে কাঁধ দিয়েছেন মন্দিরা এবং একইসঙ্গে বয়ে নিয়ে গেছেন আগুনভরা মালসা। স্বামীকে কাঁধ দেওয়ার এই দৃষ্টান্তে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। প্রশংসা বাক্যে ভরে গিয়েছে মন্দিরার কমেন্ট বক্স। কিন্তু মন্দিরা নেটদুনিয়া থেকে আপাতত দূরে।
স্বামীকে হারিয়ে কার্যতঃ ভেঙে পড়েছেন মন্দিরা। সহধর্মিণী হওয়ার কথা দিয়েছিলেন রাজকে। রাজের অন্তিম যাত্রাতেও সেই ভূমিকায় পালন করলেন তিনি। পরিচালক ওনির (onir)-এর প্রথম ফিল্ম ‘মাই ব্রাদার নিখিল’-এর প্রযোজক ছিলেন রাজ। রাজের পরিচালনায় তৈরি হয়েছিল ‘শাদী কা লাড্ডু’, ‘পেয়ার মে কভি কভি’-র মতো ফিল্ম। এছাড়াও একাধিক বিজ্ঞাপণী ফিল্ম পরিচালনা করেছেন রাজ।
View this post on Instagram