শুধু মুখ নয়, পুরো শরীর ফর্সা করুন ১টি ঘরোয়া উপাদানে
শুধু মুখ নয় পুরো শরীর ফর্সা করার জন্য ব্যবহার করতে পারেন মাত্র একটি প্রাকৃতিক উপাদান। এই উপাদানটি আপনি রান্নাঘরে গেলে সহজে পেয়ে যাবেন। এর জন্য খুব বেশি টাকা খরচ করতে হবে না। আর এই উপাদানটি রূপচর্চার কাজে বহু প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। শোনা যায়, বিশ্বসুন্দরী রানী ক্লিওপেট্রা নাকি গাধার দুধের স্নান করতেন আপনার কাছে গাধার দুধ না থাকলেও একটা ছোট বাটিতে করে কাঁচা দুধ নিলেই হয়ে যাবে সমস্ত কেল্লাফতে।
কাঁচা দুধের ফেসপ্যাক বানানোর নিয়ম -»
দু চামচ কাঁচা দুধের সঙ্গে এক চামচ বেসন ভালো করে মিশিয়ে নিয়ে যদি স্নানের আগে প্রতিদিন ভালো করে ঘষে ঘষে লাগানো যায়, তারপরে স্নান করে নেওয়া যায় তাহলে ত্বক অনেক পরিষ্কার এবং নরম থাকে।
কাঁচা দুধ ত্বকের জন্য কতখানি উপকারী -»
কাঁচা দুধ ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে।
কাঁচা দুধ নরম ভাব বজায় রাখতে সাহায্য করে।
কাঁচা দুধ ত্বককে ফর্সা করতে সাহায্য করে।
কাঁচা দুধ ত্বকের ওপরে হওয়া যেকোনো কালো দাগ সহজেই দূর করতে সাহায্য করে।
কাঁচা দুধ ত্বকের ওপরে হওয়া মরা কোষ দূর করে ত্বককে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করে।
কাঁচা দুধ আর লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে লাগাতে পারলে ত্বক পরিষ্কার থাকে।