Hoop NewsHoop Trending

Weather Report: আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির ইঙ্গিত

কলকাতার মুখ সকাল থেকেই থমথমে। আকাশে কালো মেঘের রাশি। ইতিমধ্যে হালকা বৃষ্টি হয়ে গিয়েছে। এরপরে কি হবে জানতে পড়তে থাকুন আলিপুর আবহাওয়া দপ্তরের বিস্তারিত পূর্বাভাস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবারে ভাসতে পারে বৃষ্টির জলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে এই দুই বঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

উত্তরবঙ্গে ইতিমধ্যে ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আগামী শনিবার পর্যন্ত চলবে বজ্র বিদ্যুৎ সহ্য ভারী বর্ষণ। হওয়া অফিসের খবর অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার থেকে এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে। ফলে বজ্র বিদ্যুৎ সহ্য বৃষ্টি হবে। জানা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে। যারা এই মুহূর্তে দার্জিলিং আছেন তাদের জন্যেও কড়া সতর্কতা জারি।

ভাদ্রের পচা গরম থেকে আপাতত স্বস্তি পাবে বাংলা। গত দুদিন ধরে যেই চাপা গরমে কষ্ট পেয়েছে গোটা বাংলা সেখান থেকে আজ সকাল থেকে শুরু হয়েছে গুরুগুরু মেঘের ডাক ও বৃষ্টি।

Related Articles