যত সমস্যা ‘চুম্বন’ ঘিরেই। হ্যাঁ, কার সঙ্গে কার চুম্বন সবটাই বলব আপনাদের সঙ্গে। হয়তো এতক্ষণে আপনি বুঝে গেছেন কাদের নিয়ে কথা হচ্ছে। মোস্ট কিউট হ্যান্ডসাম আমির খান ও ১৯৮৪ সালের মিস ইন্ডিয়া সৌন্দর্যের বিজয়ী জুহি চাওলা প্রসঙ্গে।
১৯৮৮ সালে আমির খান বলিউডে ডেবিউ করেছিলেন জুহি চাওলার সঙ্গে ‘কয়ামত সে কয়ামত তক’ ছবি দিয়ে। এই ছবি করতে গিয়েই জুহির আমিরের সঙ্গে গভীর বন্ধুত্ব তৈরি হয়, যা আজও আছে। এই ছবির শ্যুটিং চলাকালীন একটা ঘটনা ঘটেছিল। সেই সময়, আমির ও জুহির চুম্বন-দৃশ্য নিয়ে বেশ জল ঘোলা হয় সেটে। শ্যুটিং এর সময় জুহি সেই দৃশ্য করতে অস্বীকার করেন। এদিকে পরিচালক নাছোড়বান্দা করতেই হবে। অগত্যা ছবির পরিচালক ছবির শ্যুটিং বন্ধ করে দেন। শেষে অবশ্য জুহির মন গলেছিল। রাজিও হয়েছিলেন আমিরের ঠোঁটে ঠোঁট রাখতে।
আমির আর জুহিকে আরও অনেক ছবিতে দেখা গেছে। তবে এরই মাঝে জুহি আমিরের ওপর রাগ করে দীর্ঘ পাঁচ বছর কথা বলেননি।
বিবিসি র একটি সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিষ্ট জানায় যে জুহি এবং আমি একটি ছোট ইস্যু নিয়ে লড়াই করেছি। তখন আমরা ইশক চলচ্চিত্রটির শুটিং করছিলাম। আমাদের লড়াই এত তিক্ত হয়েছিল যে আমরা কথা বলার শর্তে ছিলাম না। I জুহি থেকে ৫০ ফুট দূরে বসে থাকতেন। তার সাথে কথা বলতে ভুলে যান, আমি হ্যালো বা বাই বলব না। আমি কেবল কাজের কথা বলব। আমরা 7 বছর কথা বলিনি। “Juhi and I fought over a small issue. At that time we were shooting for the film Ishq. Our fight turned so bitter that we weren’t on talking terms. I used to sit 50 feet away from Juhi. Forget talking to her, I wouldn’t say hello or bye. I would only talk about work. We didn’t talk for 7 years.”
জুহির কথা অনুযায়ী আমিরের সঙ্গে তাঁর একটা ঠাণ্ডা লড়াই সবসময় চলত। এমনকি যখন তাঁরা ‘ইশক’ মুভিতে একসঙ্গে কাজ করেন, তখন থেকেই দুজন দুজনের উপর সবসময় ছোট ছোট বিষয় নিয়ে ক্ষিপ্ত থাকতেন। একবার জুহি এতটাই রেগে গিয়েছিলেন আমিরের উপর যে ‘ইশক’ মুভির সেটেই উপস্থিত হননি। তখন আমির, অজয় এবং ইন্দুজি জুহির বাড়ি আসে রাজী করানোর জন্য। আমির সেই সময় সরিও চেয়ে নিয়েছিলেন। কিন্তু মনে মনে ক্ষুব্ধ ছিলেন আমির জুহির প্রতি।
সম্প্রতি আমির খান মিডিয়ার সাথে শেয়ার করেছেন, “ইশকের শুটিং চলাকালীন আমরা একটি ছোট বিষয় নিয়ে লড়াই করেছি। এটি ছিল একটি ক্ষুদ্র, তবে আমি মনে করি আমি তখন কিছুটা অহংকারী ছিলাম। তাই আমি স্থির করেছিলাম তার সাথে আর কথা বলব না। এমনকি সেটগুলিতেও আমি তার থেকে দূরে থাকতাম। আমি কেন জানি না যে আমি কেন এমন আচরণ করেছি ” “During the shoot of Ishq, we fought over a small issue. It was a petty one, but I think I was a little egoistic then. So I decided I will not speak to her again. Even on sets, I would keep a distance from her. I don’t know why I behaved that way.”
১৯৯৭ এর ইশক (Ishq) মুভির পর আর এই দুইজনকে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তবে এখন তাঁরা ভালো বন্ধু। একসঙ্গে মুভিতে কাজ না করলেও দুজনের ভুল বোঝাবুঝি মিটে গেছে এবং দুই জনেই স্বীকার করেছেন যে অল আর স্টুপিড থিংস।