Hoop News

অবশেষে খানিকটা সস্তা হলো সোনার দাম, জেনে নিন কত কমলো

একটানা বাড়ার পর আজ খানিকটা সস্তা হলো সোনা

টানা কয়েকদিন দাম বাড়ার পর আজ দাম কমলো সোনার। গতকাল প্রতি ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়েছিল ৪৮ হাজার টাকা। আজ তা কিছুটা কমে ৪৮ হাজারের নীচে নেমেছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৭,৯২০ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার জন্যে ভারতের বাজারেও কমেছে দাম। সোনার দামের সাথে সাথে দাম কমেছে রুপোরও। রুপোর দাম আজ কেজিতে ০.৪% কমে দাঁড়িয়েছে প্রতি কেজিতে ৪৮,৩১১ টাকা।

ভারতে সোনার দাম ঠিক হয় মূলত শেয়ার বাজারের ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারে সোনার দামের উপর। বিশ্ব বাজারে এদিন সোনার দামে কিছুটা পতন হয়েছে, আর তারপ্রভাব সরাসরি পড়েছে ভারতের বাজারে। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারী দেশ ভারত। বিদেশ থেকে আমদানি করা সোনার উপর জিএসটি, মেকিং চার্জ এবং রাজ্য সরকারের দেওয়া শুল্ক চেপে সাধারণ মানুষের কাছে পৌঁছায় সোনার দাম।

Related Articles