Hoop Life

বাড়ির মেঝে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার ৬টি কৌশল

করোনা আবহে বাড়ির মেঝের শুধু পরিষ্কার করাই নয়, জীবাণুমুক্ত করা একান্ত প্রয়োজনীয়। বিশেষত বাড়িতে যদি কোন শিশু থাকে তাহলে তো মেঝে পরিষ্কার করা বিশেষভাবে প্রয়োজন।

১) বাড়ির মেঝে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে মোছার জলে কয়েক ফোঁটা হোয়াইট ভিনিগার, অ্যামোনিয়া এবং বোরাক্স পাউডার মিশিয়ে নিন। এই জল দিয়ে ভালো করে মুছে নিন।

২) জল দিয়ে মোছার আগে ভালো করে ঝাঁট দিয়ে নিন। ধুলো-ময়লা ভালো করে পরিষ্কার করে তারপরে জল দিয়ে মুছে নিন।

৩) যদি সম্ভব হয় এক বাটি গরম জলে বেশ খানিকটা নিমপাতা ফুটিয়ে সেই জল দিয়ে ঘরের মেঝে মুছে নিন।

৪) অনেকেই কাঠের তৈরি মেঝে পছন্দ করেন। কাঠের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উষ্ণ গরম জলে দুটি একটি টি-ব্যাগ ফেলে দিন। তারপরে সুতির কাপড় দিয়ে হালকা করে মেঝে মুছে নিন।

৫) মেঝেকে জীবাণুমুক্ত করতে ঘর মোছার জলে এক ফোঁটা ফিনাইল দিয়ে নিন।

৬) ঘর মোছার জলে এক ছিপি ডেটল দিয়েও ঘর মুছতে পারেন। এতে ঘর পরিষ্কার, পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হবে।

Related Articles