August Rules: আগামীকাল থেকেই বদলে যাচ্ছে এইসব নিয়ম, না জানলেই গুনতে হবে জরিমানা
আজই শেষ হচ্ছে জুলাই মাস। জুলাইয়ের আজ শেষদিন। আগামীকাল থেকেই শুরু হচ্ছে আগস্ট মাস। তবে এই মাস বদল নিয়ে খবর কেন? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও ঘুরপাক খাচ্ছে! তাহলে আপনার জেনে রোলহ উচিত যে আগামীকাল থেকে অর্থাৎ আগস্ট মাসে শুরু থেকেই বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম।
আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আজই শেষদিন। অর্থাৎ আগামীকাল থেকে একাধিক কাজ করতে গেলে গুনতে হবে জরিমানা। পাশাপাশি, একাধিক ক্ষেত্রে বিভিন্ন নিয়মও পরিবর্তন হচ্ছে আগামীকাল থেকে। এখন একনজরে দেখে নিন যে কোন কোন বিষয়গুলি বদলে যাচ্ছে আগামীকাল থেকে।
■ আয়কর ফাইলে জরিমানা: আজই আয়কর রিটার্ন ফাইল করার শেষদিন। আগামীকাল থেকেই আয়কর রিটার্ন ফাইলের থেকে জরিমানা গুনতে হবে ভারতীয় করদাতাদের। আগামীকাল থেকে আগামী ৩১ শে ডিসেম্বরের আগে যেসব করদাতারা আয়কর রিটার্ন ফাইল করবেন, তাদের আয় অনুযায়ী ১ হাজার থেকে ৫ হাজার টাকার জরিমানা দিতে হবে।
■ ইলেকট্রিক চালান ব্যবহার: ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটা টাকার লেনদেনের নিয়মে আগামীকাল থেকেই ঘটছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগামীকাল থেকে ৫ কোটি টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে জমা দিতে হবে ইলেকট্রিক চালান।
■ SBI-এর নিয়ম বদল: আগামী ১৫ ই আগস্ট শেষ হচ্ছে SBI-এর ‘অমৃত কলস’ প্রকল্পের মেয়াদ। এই প্রকল্প হল মূলত একটি FD। এতে ৪০০ দিনের জন্য টাকা রাখা যায়, যেখানে ৭.১ শতাংশ হারে সুদ দেয় ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৬ শতাংশ।
■ Axis Bank-এর নিয়ম বদল: আগামী ১২ ই আগস্ট থেকে Axis Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কয়েকটি ক্ষেত্রে ক্যাশব্যাকের সীমা এবং রিওয়ার্ড পয়েন্ট কমিয়ে দিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। এবার থেকে ফ্লিপকার্টে ট্রানজাকশনের ক্ষেত্রে ১.৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ব্যবহারকারীরা। তবে এবার থেকে জ্বালানি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে কোনও ক্যাশব্যাক মিলবে না।
■ IDBI Bank-এর নিয়ম বদল: আগামী ১৫ ই আগস্ট IDBI ব্যাঙ্কেরও ‘অমৃত মহোৎসব’ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। ৩৭৫ দিনের এই প্রকল্পে সাধারণত ৭.১ শতাংশ হারে সুদ দেয় IDBI ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৭.৬ শতাংশ।