SBI: বতুন বছরে বিরাট উপহার দিচ্ছে স্টেট ব্যাঙ্ক, গ্রাহকদের খুশি করতে এই স্কিমে বাড়ছে সুদের হার
এখন টাকা জমানোর পাশাপাশি অনেকেই নানা বিনিয়োগের কথা ভাবছেন। আর এই বিনিয়োগের ক্ষেত্রে নানা বিকল্প রয়েছে। কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।
এদিকে নানা ব্যাঙ্ক বা সংস্থায় ফিক্সড ডিপোজিট করা গেলেও State Bank of India-তে এই ধরণের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বেশি জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘমেয়াদি এই ধরণের বিনিয়োগে ভালো হারে রিটার্ন পাওয়া যায়। এই কারণেই অনেক বিনিয়োগকারীর প্রথম পছন্দ হয় স্টেট ব্যাঙ্ক। কারণ একদিকে যেমন এই ব্যাঙ্কে টাকা রাখাটা সুরক্ষিত, অন্যদিকে এই ব্যাঙ্কে দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে দারুন হারে রিটার্ন পাওয়া যায়। আর সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করলো স্টেট ব্যাঙ্ক। এখন একনজরে দেখে নিন সুদের হার।
সাধারণ নাগরিকদের জন্য সুদের হার:
● ৭ দিন থেকে ৪৫ দিন – ৩.৫০ শতাংশ
● ৪৬ দিন থেকে ১৭৯ দিন – ৪.৭৫ শতাংশ
● ১৮০ দিন থেকে ২১০ দিন – ৫.৭৫ শতাংশ
● ২১১ দিন থেকে ১ বছরের কম – ৬ শতাংশ
● ১ বছর থেকে ২ বছরের কম – ৬.৮০ শতাংশ
● ২ বছর থেকে ৩ বছরের কম – ৭.০০ শতাংশ
● ৩ বছর থেকে ৫ বছরের কম – ৬.৭৫ শতাংশ
● ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত – ৬.৫০ শতাংশ
প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার:
● ৭ দিন থেকে ৪৫ দিন – ৪ শতাংশ
● ৪৬ দিন থেকে ১৭৯ দিন – ৫.২৫ শতাংশ
● ১৮০ দিন থেকে ২১০ দিন – ৬.২৫ শতাংশ
● ২১১ দিন থেকে ১ বছরের কম – ৬.৫ শতাংশ
● ১ বছর থেকে ২ বছরের কম ৭.৩০ শতাংশ
● ২ বছর থেকে ৩ বছরের কম – ৭.৫০ শতাংশ
● ৩ বছর থেকে ৫ বছরের কম – ৭.২৫ শতাংশ
● ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত – ৭.৫ শতাংশ