whatsapp channel

Skin Care: নাকের ব্ল্যাকহেডস নিয়ে চিন্তিত? ব্যবহার করুন এই পাঁচটি প্রাকৃতিক উপাদান

মুখের সবকিছু করছেন কিন্তু নাকের উপরে ছোট ছোট কালো কালো দাগ আপনাকে বিরক্ত করে ফেলছে, বা লোকের সামনে আপনাকে লজ্জায় ফেলে দিচ্ছে? কোন চিন্তা নেই, বাড়িতে থাকা কয়েকটা জিনিস এই…

Shreya Chatterjee

Shreya Chatterjee

মুখের সবকিছু করছেন কিন্তু নাকের উপরে ছোট ছোট কালো কালো দাগ আপনাকে বিরক্ত করে ফেলছে, বা লোকের সামনে আপনাকে লজ্জায় ফেলে দিচ্ছে? কোন চিন্তা নেই, বাড়িতে থাকা কয়েকটা জিনিস এই হবে সমাধান।

কাকে বলে ব্ল্যাকহেডস? আমাদের নাকের উপরে যে গ্রন্থি থাকে, সেখান থেকে তেল বের হয়। এখানে ময়লা জমে উঠলো তৈরি হয় তাহলে আসল কথা বলতে চান তাহলে এগুলো বাইরের ধূলিকণা বা ময়লা এগুলোকে পরিষ্কার করার জন্য খুব বেশি কিছু করতে হবেনা, রান্না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনি এগুলো তুলতে পারবেন। তাই Hoophaap এর পাতায় দেখে ফেলুন অসাধারণ ব্ল্যাকহেডস তোলার পাঁচটি সহজ টিপস।

১) সবার আগে যে উপাদানটি ভীষণ জরুরী সুযোগগুলো পাতিলেবুর রস। আমাদের প্রত্যেককে বাড়িতেই রান্নার কাজে খাওয়ার জন্য পাতি লেবু ব্যবহার হয়ে থাকি, পাতিলেবুর রস একসঙ্গে নাকের উপর বেশ খানিকক্ষণ রেখে দিন। এরকম পরপর সাতদিন করুন দেখবেন ব্ল্যাকহেডস অনেকটা কমে গেছে।

২) তারপর এই যে উপাদানটি কথা বলতে হয় তা হলো চালের গুঁড়ো। এই গুঁড়ো অসাধারণ একটি স্ক্রাবার। এর মধ্যে পরিমাণমতো কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটি নাকের উপর রেখে দিলেই আপনি বুঝতে পারবেন, জল দিয়ে ধোয়ার সময় একটুখানি হাতে কোন স্ক্রাব করে নেবেন।

৩) ব্ল্যাকহেডস দূর করার আরেকটি অসাধারণ উপাদানগুলোর ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশকে খুব ভালো করে নাকের উপরে লাগিয়ে রেখে দিন এবং প্রয়োজনে তার উপর একটি টিসু পেপার দিয়ে রাখতে পারেন, তার উপরে আর একবার ডিমের সাদা অংশ দিয়ে দেবেন, কিছুক্ষণ রাখার পড়ে টিস্যু পেপার তুলবে লেখা দেখেচ কিন্তু টিস্যু পেপারের গায়ে লেগে গেছে। রোজ করতে পারেন, দেখবেন আপনার নাকের উপর এই ব্ল্যাক হেডস একেবারে চলে গেছে।

৪) নাকের উপরে ব্ল্যাকহেডস যদি দূর করতে চান তাহলে ব্ল্যাকহেডসের উপরে মধু লাগিয়ে রাখুন। পরপর সাত দিন লাগিয়ে রাখুন এবং লাগানোর পরে বেশ ভালো করে পড়ে নেবেন, দেখবেন আপনার নাকের উপরে ব্ল্যাকহেডস চলে গেছে।

৫) পরবর্তীকালে একটি প্যাক হিসেবে নাকের উপর লাগাতে পারেন। যাতে দিতে পারেন এক টেবিল-চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল-চামচ ডিমের সাদা অংশ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কফি পাউডার খুব ভালো করে এই প্রত্যেকটি মিশ্রণকে মিশিয়ে নিতে হবে এবং নাকের উপরে অন্তত আধ ঘণ্টা রেখে দিতে হবে। সপ্তাহে তিন দিন করুন দেখবেন ব্ল্যাক হেডস চলে গেছে।

সতর্কীকরণ- উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনোরকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক