Lifestyle: দীপাবলিতে ব্যবহৃত প্রদীপ নিয়ে কখনোই এই ভুল কাজ করবেন না, হতে পারে মহাবিপদ
দীপাবলীর পরে অন্তত এক সপ্তাহ রাত্রিবেলা যদি আপনি ঘি এর প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে আপনি কি জানেন? আপনি আপনার গৃহ থেকে নেতিবাচক অথবা নেগেটিভ শক্তিকে খুব সহজেই দূর করতে পারবেন। ঘোর অমাবস্যায় নেতিবাচক শক্তি কিন্তু আপনার গৃহের চারপাশে থাকতে পারে, সেক্ষেত্রে এই শক্তিকে আপনি যদি দূর করতে চান, তাহলে অমাবস্যার অন্ধকারে আপনি একটি ঘি এর প্রদীপ চালিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনার শক্তি কতখানি বেড়ে গেছে।
হয়তো অনেকে প্রশ্ন করবেন যে তাহলে কি তেলের প্রদীপ জ্বালানো একেবারেই ভালো নয় বা তেলের প্রদীপ জ্বালানো কি ইতিবাচক নয়? আপনি কি জানেন? তেলের প্রদীপ কিন্তু অনেক ঈশ্বরকে আকৃষ্ট করেন। শনিদেবের প্রিয় হল পৌষের তেলের প্রদীপ আবার জুঁই ফুলের গন্ধযুক্ত তেলের প্রদীপ জ্বালানো প্রিয় হল বজরংবলীর। তাই ঈশ্বরভেদে এই প্রদীপ আপনি জ্বালতে পারেন। যেদিন মনে হবে যে আপনি বজরংবালির পুজো করবেন সেদিন আপনি জুঁই ফুলের গন্ধযুক্ত তেলের প্রদীপ জ্বালাবেন। আর প্রতি শনিবার আপনি সরষের তেলের প্রদীপ চালাতে পারেন।
তবে কালীপুজো থেকে শুরু করে ভাইফোটার পরেও বেশ কয়েকটা দিন দিন রাত্রিবেলা অন্য কিছু নয়, আপনি একেবারে সরাসরি ঘি এর প্রদীপ জ্বালান। এই ঘি এর প্রদীপ যদি আপনি জ্বালাতে পারেন, তাহলে আপনার বাড়ির চারপাশে যত নেতিবাচক শক্তি এবং যত খারাপ কিছু প্রাদুর্ভাব থাকে, তা কিন্তু খুব সহজেই দূর হয়ে যায়।
প্রদীপ দেওয়ার সাথে সাথে অবশ্যই কালীপুজোর পর থেকে ভাইফোঁটা নিয়ে ঘড়ির সবকটি দিন রাত্রিবেলা আপনাকে যেটা করতে হবে, তাহল ভালো করে ধূপ ধুনো দিতে হবে। সাথে সামান্য পরিমাণে তেজপাতা এবং কর্পূর দিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। এতে সমস্ত নেতিবাচক উপাদান কিন্তু আপনার গৃহ থেকে বেরিয়ে যাবে নেতিবাচক শক্তিই আপনার গৃহ থেকে চলে যাবে।
দীপাবলির দিন ব্যবহার করা প্রদীপ গুলো দিয়ে কিন্তু আপনি কখনোই অযত্ন করতে পারেন না। কারণ আপনি যদি কোনো কারণে ও যত্ন করেন। তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে, অন্ধকার ব্যবহার করার প্রতি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিন। জলের মধ্যে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিন কিংবা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। গঙ্গা জলে ডুবিয়ে রাখতে পারেন, ভালো করে পরিষ্কার করে নিয়ে পাতলা কাপড়ে করে ভালো করে মুছে নিয়ে রোদে শুকিয়ে ঠাকুর ঘরে তুলে রাখুন, কখনোই এদিক ওদিক রাখবেন না। তাহলেই কিন্তু হতে পারে মহা বিপদ যত্ন না করলে তাহলেই আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।