whatsapp channel

Janhvi kapoor: পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে ফর্সা শরীর, জাহ্নবীর নতুন ছবি ভাইরাল

জাহ্নবী কাপুর একজন ভারতীয় অভিনেতা বনি কাপুর এবং শ্রীদেবীর কন্যা। তার একটি ছোট বোনের নাম খুশি কাপুর। তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করার আগে, তিনি ক্যালিফোর্নিয়ার লি স্ট্রাসবার্গ থিয়েটার এবং ফিল্ম ইনস্টিটিউট থেকে একটি…

Shreya Chatterjee

Shreya Chatterjee

জাহ্নবী কাপুর একজন ভারতীয় অভিনেতা বনি কাপুর এবং শ্রীদেবীর কন্যা। তার একটি ছোট বোনের নাম খুশি কাপুর। তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করার আগে, তিনি ক্যালিফোর্নিয়ার লি স্ট্রাসবার্গ থিয়েটার এবং ফিল্ম ইনস্টিটিউট থেকে একটি অভিনয় কোর্স করেছিলেন। তিনি ২০১৮ সালে ঈশান খট্টরের সাথে ‘ধড়ক’ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ২০২০-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে অসাধারণ ছাপ ফেলতে পেরেছিলেন।

সম্প্রতি জাহ্নবী কাপুর মুম্বাইতে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের ইন্ডিয়া ইন ফ্যাশন প্রদর্শনীতে একটি সোনালি গাউনে তারার মতো উজ্জ্বল হয়েছিলেন। এনএমএসিসি গালার দ্বিতীয় দিনে শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সেলিব্রিটিদের উপস্থিতিতে চারিদিকে যেন চাঁদের হাট, এটিকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মতোই একটি জমকালো ব্যাপার করে তুলেছে।

জাহ্নবী কাপুর একটি ফটোশুট করেছেন, যেখানে দেখা যাচ্ছে হলুদ রঙের পোশাকে তাকে দেখতে অসাধারণ সুন্দরী লাগছে, এছাড়াও তার সঙ্গে মানানসই সাজগোজে, তাকে আরো সুন্দর দেখতে লাগছে। তার সঙ্গে মানানসই সাজগোজে তাকে যেন আরো সুন্দর বেশি দেখতে লাগছে, শ্রীদেবীর কন্যা হিসেবে তিনি যে একেবারে মায়ের মতই সুন্দরী তা তিনি প্রমাণ করে দিয়েছেন।

তার অসাধারণ শারীরিক ভাঁজ বলে দিচ্ছে, যে তিনি একেবারে মেনটেন করা এবং প্রত্যেকটি ভাইরাল ভিডিওতে তাকে এই এতটাই সুন্দর দেখতে লাগে। সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমেই তাকে বেশ একটিভ থাকতে দেখা যায়, কখনো স্বল্প পোশাকে কখনো শাড়িতে, কখনো গাঊনে, কখনো আবার পার্টি লুকে কখনো আবার শরীর চর্চা করতে দেখা যায় জাহ্নবী কাপুরকে। আপনিও দেখে নিন অসাধারণ ভিডিও –

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক