বাড়ির টবে লেবু চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন
সারাবছর পাতিলেবু আপনার খাদ্য তালিকায় হয়তো থাকে কিংবা যারা ডায়েট করছেন, তারা প্রতিদিন সকালবেলা উঠে লেবু মধু জল খাবেনই। কিন্তু সব সময় পাতিলেবু কিনতে বাড়ির বাইরে যাবেন কেনো! বাড়িতে যদি খুব সামান্য ছোট জায়গা থাকে, তাতেই টবের মধ্যে চাষ করুন পাতিলেবু।
লেবু চাষ করার জন্য প্রয়োজন দোআঁশ মাটি। এই চাষ করার জন্য মাঝারি সাইজের টব, বা ড্রাম সিমেন্টের বস্তা নিতে পারেন।
বছরের যেকোনো সময় আপনি লেবু চাষ করতে পারেন। তবে বৈশাখ মাস থেকে আশ্বিন মাস হল লেবু চাষ করার জন্য ভালো সময়।
স্থানীয় নার্সারি থেকে ভালো চারা কিনে আনতে পারেন। খেয়াল রাখতে হবে লেবু গাছের গোড়ায় যেন জল না জমে।
একটি টবের মধ্যে দো-আঁশ মাটি এবং জৈব সার মিশিয়ে ১০-১২ দিন রেখে দিতে হবে। সার হিসাবে গোবর সার, সরিষার খোল পচা জল হালকা হালকা করে দিন। মাটি ঝুরঝুরে হলে চারা লাগানো।
লেবু গাছে নিয়মিত কীটনাশক দিতে হবে। বিশেষত বর্ষা আসার আগে কীটনাশক স্প্রে করতে হবে। তবে গাছে ফুল বা ফল থাকলে কীটনাশক দেবেন না।
লেবু গাছের সঠিক যত্ন না নিলে লেবু গাছ মরে যাবে। খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল জমে না থাকে। মাঝে মাঝে ডালপালা ছাঁটাই করে দিতে হবে। মরা শুকনো ডালপালা কেটে দিতে হবে।
একটি পূর্ণবয়স্ক লেবু গাছ থেকে প্রায় ১০০ টির বেশী ও লেবু পেতে পারেন। বাড়ির ছাদে বারান্দায় দু-একটি লেবু গাছ থাকলে ছোট সংসারে সারা বছরে লেবুর চাহিদা মেটাতে পারেন।