পরপর আর্থিক লাভ, ডিএ বৃদ্ধির পর এবার নতুন পেনশন স্কিম নিয়ে বড় আপডেট সরকারি কর্মচারীদের জন্য
বছরের শুরু থেকেই পরপর ভালো খবর পেয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা (New Pension Scheme)। কখনো মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর, কখনো বা অন্য কোনো ভাতা বৃদ্ধির ঘোষণায় আর্থিক লাভ হয়ে চলেছে তাঁদের। লোকসভা ভোটের আগেই আবারো মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মীদের। বর্তমানে সপ্তম বছতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
দীর্ঘদিন ধরেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তুলে আসছেন কেন্দ্রীয় কর্মচারীরা। কিছুদিন আগেই সংসদে পেশ হয়েছে কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট। অধিবেশনের আগে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য দাবি আরো জোরদার করেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন কেন্দরীয় কর্মীরা।
সরকারি কর্মচারীদের লাগাতার দাবির পর বাদেট অধিবেশনে এ বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তবে তাঁর কথায় মন ভেঙেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অর্থ প্রতিমন্ত্রী জানান, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার বিষয়ে কোনো প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। অন্যদিকে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, নতুন পেনশন স্কিমে কী কী পরিবর্তন আনা যেতে পারে সেই বিষয়ে কমিটি গঠন করে চলছে আলোচনা। কেন্দ্রীয় মন্ত্রীরা একথা মোটামুটি স্পষ্টই করে দিয়েছেন যে পুরনো পেনশন স্কিম ফেরার কোনো সম্ভাবনি নেই।
উল্লেখ্য, ন্যাশনাল পেনশন স্কিমে এসেছে কিছু বদল। আগে মূল বেতনের ১০ শতাংশ জমা করতে হত কর্মীদের। তবে এবার থেকে মূল বেতনের ১৪ শতাংশ টাকা জমা করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পুরনো পেনশন স্কিমে প্রতি মাসে তাদের শেষ বেতনের ৫০ শতাংশ পান কেন্দ্রীয় কর্মচারীরা। তবে নতুন পেনশন স্কিমে সেই সুবিধা পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।