Bengali SerialHoop Plus

TRP: পুজোর আনন্দে সিরিয়াল টিআরপিতে ভাঁটা, সেরার সিংহাসন জুটল কার কপালে?

পুজো শেষের মন খারাপ বুকে নিয়ে দৈনন্দিন কাজে মন দিয়েছে আপামর বাঙালি। পুজোর চারটে দিন অবশ্য প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি টিভির পর্দায়ও চোখ ছিল অনেকের। প্রিয় সিরিয়ালের (Television Serial) গল্প যাতে মিস না হয়ে যায় তাই ঘোরাঘুরির মধ্যেই সময় করে পছন্দের ধারাবাহিকে চোখ রেখেছিলেন দর্শক। তাই অভিনেতা অভিনেত্রীরা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই এপিসোড ব্যাঙ্কিং করে রেখেছিলেন। পুজোর কয়েকদিন ছুটি কাটিয়ে নতুন করে শুটিং শুরু হতেই প্রকাশ্যে এল এ সপ্তাহের টিআরপি তালিকা। বলা বাহুল্য, এবারেও ‘অনুরাগের ছোঁয়া’ রয়েছে প্রথম স্থানে। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৩। দত্ত বাড়ির দুর্গাপুজো দেখিয়ে দু নম্বরে উঠে এসেছে ‘নিম ফুলের মধু’। পুজোর সময়ে উন্নতি হয়েছে ‘জগদ্ধাত্রী’রও। ৭.০ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে এই সিরিয়াল। ৬.৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমেছে ‘ফুলকি’। পাঁচ নম্বরে একসঙ্গে দুই সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’।

এ সপ্তাহে ষষ্ঠ স্থানে একসঙ্গে দুটি সিরিয়াল রয়েছে। ‘রাঙা বউ’ এবং ‘সন্ধ্যাতারা’। সপ্তম স্থানে রয়েছে স্টারের ‘লভ বিয়ে আজকাল’। তারপরেই আট নম্বরে একই চ্যানেলের ‘জল থই থই ভালোবাসা’। নয় নম্বর স্থানে রয়েছে ‘তুঁতে’। আর দশে রয়েছে ‘ইচ্ছে পুতুল’। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) অনুরাগের ছোঁয়া- ৮.৩

(২) নিম ফুলের মধু- ৭.১

(৩) জগদ্ধাত্রী- ৭.০

(৪) ফুলকি- ৬.৯

(৫) কার কাছে কই মনের কথা, হরগৌরী পাইস হোটেল- ৬.৭

(৬) রাঙা বউ, সন্ধ্যাতারা- ৬.০

(৭) লভ বিয়ে আজকাল- ৫.৮

(৮) জল থই থই ভালোবাসা- ৫.৭

(৯) তুঁতে- ৫.৫

(১০) ইচ্ছে পুতুল- ৫.৪

(১১) বাংলা মিডিয়াম- ৫.২

(১২) তোমাদের রাণী, মিলি- ৪.৯

(১৩) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৭

(১৪) খেলনা বাড়ি- ৪.৩

(১৫) গৌরী এলো- ৩.৫

(১৬) গাঁটছড়া- ৩.৪

(১৭) রামপ্রসাদ, মন দিতে চাই- ৩.৩

(১৮) শ্রীকৃষ্ণ লীলা- ২.৮

(১৯) বোঝেনা সে বোঝেনা- ২.১

রিয়েলিটি শো

(১) দাদাগিরি- ৬.৪

(২) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৬.৩

(৩) দিদি নাম্বার ওয়ান- ৫.৪

(৪) ডান্স বাংলা ডান্স- ৫.১

(৫) ঘরে ঘরে জি বাংলা- ১.৩

মহালয়া

(১) স্টার জলসা যা দেবী সর্বভূতেষু- ৪.৯

(২) জি বাংলা নবপত্রিকায় দেবীবরণ- ৪.১

 

TRP, Anurager Chhowa, Jagadhatri, Neem Phuler Modhu, TRP 2023, trp chart, trp list, TRP of Bengali mega serials, TRP of reality show

whatsapp logo

Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই