whatsapp channel

Raj Chakraborty: শুভশ্রীকে ছেড়ে কার নামে শরীরে ট্যাটু করালেন রাজ!

ট‍্যাটু বা উল্কি ভারতের সনাতন রীতি। অবশ্যই কখনও এটি প্রথা, কখনও বা এটি সাজের অঙ্গ, কখনও বা স্মৃতি। বিখ্যাত শেফ শন কেনওয়ার্থি (Shawn Kenwarthy)-র স্ত্রী পিঙ্কি কেনওয়ার্থি (Pinky Kenwarthy) যমজ…

Avatar

Nilanjana Pande

ট‍্যাটু বা উল্কি ভারতের সনাতন রীতি। অবশ্যই কখনও এটি প্রথা, কখনও বা এটি সাজের অঙ্গ, কখনও বা স্মৃতি। বিখ্যাত শেফ শন কেনওয়ার্থি (Shawn Kenwarthy)-র স্ত্রী পিঙ্কি কেনওয়ার্থি (Pinky Kenwarthy) যমজ পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর শিশুদুটির মৃত্যু হয়েছিল। দুই সন্তানের স্মৃতিতে নিজের শরীরে ট‍্যাটু করিয়েছেন পিঙ্কি। পিঙ্কির ট‍্যাটুতে দুই সন্তানের নীল চোখ ফুটিয়ে তোলা হয়েছে। সম্প্রতি পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) তাঁর ও শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)-র একমাত্র পুত্রসন্তান ইউভান (Yuvaan)-এর নাম ও পায়ের ছাপ শরীরে ট‍্যাটু করালেন। বৃহস্পতিবার, পয়লা জুন ইউভানের নাম ও পায়ের ছাপ নিজের শরীরে ট‍্যাটু করিয়ে সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রাজ।

ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করে রাজ লিখেছেন, ট‍্যাটুর কালির মধ্যেও রয়েছে অপাপবিদ্ধতা। রাজের এই ট‍্যাটুটি করেছেন ট‍্যাটু আর্টিস্ট রাজা পাইন (Raja Pyne)। ক্যাপশনে রাজ ট‍্যাগ করেছেন তাঁকে। রাজের শেয়ার করা ছবির নিচে কমেন্ট সেকশনে এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি (Mahendra Soni) অনেক ভালোবাসা জানিয়েছেন। প্রশংসা করেছেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee )-ও। ইমন চক্রবর্তী (Iman Chakraborty) লিখেছেন, সত্যিই এটি মন ছুঁয়ে যাওয়া। শুভশ্রী লিখেছেন, ট‍্যাটুটি সুন্দর। বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-ও লাল রঙের হার্ট ইমোজির মাধ্যমে জানিয়েছেন অনেক ভালোবাসা।

প্রকৃতপক্ষে শুভশ্রী যখন গর্ভাবস্থার প্রায় শেষ পর্যায়ে, সেই সময় আচমকাই পিতৃহারা হন রাজ। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজের বাবা। ধীরে ধীরে সেরে উঠলেও হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। প্রয়াত হন তিনি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রাজ সহ পুরো পরিবার। মা ও বাবাকে করোনা পরিস্থিতিতে নিজের কাছে আরবানার ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন রাজ। বাবাকে রক্ষা করতে না পারলেও মাকে আর ফিরে যেতে দেননি হালিসহরের বাড়িতে। এরপর 2020 সালের 12 ই সেপ্টেম্বর ইউভানের জন্ম হয়। চক্রবর্তী পরিবার শোকের মধ্যে খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল ছোট্ট শিশু ইউভানকে।

সেই নির্ভরতা ক্রমশ বেড়েছে। পরিবারে ইউভানের জন্ম নিয়ে এসেছে খুশি। রাজ নিজে পিতা হয়েছেন। সেলিব্রিটি হলেও তিনি তো মানুষ। কোথাও অবচেতন মনে হয়তো রাজও ভাবেন, তাঁর বাবাই সন্তানের রূপে ফিরে এসেছেন তাঁর কাছে। স্নেহের বশবর্তী হয়ে ইউভানকে নিজের শরীরে এঁকে নিয়েছেন রাজ।

whatsapp logo