whatsapp channel

বৃষ্টিতে ভিজে নষ্ট সমস্ত বই, দরিদ্র আদিবাসী মেয়েকে সেরা ইউনিভার্সিটিতে পড়ার প্রস্তাব সোনু সুদের

বড় পর্দায় দুর্ধর্ষ ভিলেনের রোলে দেখা গেলেও বাস্তবে নিজেকে একজন প্রকৃত হিরো হিসেবে প্রমাণ করেছেন অভিনেতা সোনু সুদ। লক ডাউনের সময় থেকেই অসহায় মানুষের পাশে থেকেছেন তিনি। সম্প্রতি ছত্তিসগড়ের এক…

Avatar

HoopHaap Digital Media

বড় পর্দায় দুর্ধর্ষ ভিলেনের রোলে দেখা গেলেও বাস্তবে নিজেকে একজন প্রকৃত হিরো হিসেবে প্রমাণ করেছেন অভিনেতা সোনু সুদ। লক ডাউনের সময় থেকেই অসহায় মানুষের পাশে থেকেছেন তিনি। সম্প্রতি ছত্তিসগড়ের এক দরিদ্র আদিবাসী মেয়ের স্বপ্ন পূরণ করে আবার জিতে নিতে চলেছেন মানুষের মন।

বিজপুরে বসবাসকারী অঞ্জলীর ছোট্ট কুঁড়ে ঘর বৃষ্টিতে ভেসে গিয়েছিল গত মাসে। এর ফলে ভিজে গিয়েছিল তার বইপত্র। সোশ্যাল মিডিয়ায় সেই সময় ভাইরাল হয় মেয়েটির কান্নার দৃশ্য। কারণ আর্থিক অবস্থার জন্য নতুন বই কেনা সম্ভব ছিল না পরিবারের। সেই ভিডিও দেখে সোনু সুদ কমেন্ট করেছিলেন–‘চোখ মুছে নে বোন। নতুন বইও হবে। ঘরও নতুন হবে।’

সেই মত নিজের প্রতিশ্রুতি পূরণ করলেন সোনু। অঞ্জলীর কাছে পাঞ্জাবের সিটি ইউনিভার্সিটি ও হরিয়ানার বুদ্ধা গ্রূপ অফ ইনস্টিটিউটে পড়াশোনা করার প্রস্তাব পাঠালেন অভিনেতা। দুটি ইউনিভার্সিটিই দেশের মধ্যে বিখ্যাত। অঞ্জলীর পড়াশোনা ও হোস্টেল খরচের যাবতীয় বহন করবেন সোনু নিজে। অভিনেতার এই প্রস্তাব পেয়ে আপ্লুত অঞ্জলী। পাশাপাশি তাঁর এই মহান কাজের জন্য প্রশংসা করছেন সাধারণ মানুষও।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media