বিরাট চমক টিআরপিতে, পর্ণা-ফুলকিকে হারিয়ে প্রথম বার টপার এই সিরিয়াল
ফের বড় চমক টিআরপি (TRP) তালিকায়। অন্য সব জনপ্রিয় সিরিয়ালকে পেছনে ফেলে টিআরপি তালিকার শীর্ষে উঠে এল ‘গীতা LLB’। এই প্রথম বার ৭.০ টিআরপি পেয়ে বাংলা সেরা হল এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’। দুই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৬.৮ নম্বর। তৃতীয় স্থানে রয়েছে ‘কথা’। এই সিরিয়াল পেয়েছে ৬.৬ পয়েন্ট। ৬.৫ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘উড়ান’। পাঁচ নম্বরে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘জগদ্ধাত্রী’। দুই সিরিয়ালের ঝুলিতে উঠেছে ৬.৪ নম্বর।
ছয় নম্বরে ৬.৩ নম্বর নিয়ে রয়েছে ‘শুভ বিবাহ’। ৬.০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ‘রোশনাই’। স্টার জলসার আরেক ধারাবাহিক ‘বধূয়া’ রয়েছে আটে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। জি এর ‘মিঠিঝোরা’ ৫.৬ পয়েন্ট নিয়ে রয়েছে নয় নম্বর স্থানে। দশে রয়েছে ‘ডায়মন্ড দিদি’। এক নজরে দেখে ছিলেন সম্পূর্ণ টিআরপি তালিকা-
(১) গীতা LLB- ৭.০
(২) নিম ফুলের মধু, ফুলকি- ৬.৮
(৩) কথা- ৬.৬
(৪) উড়ান- ৬.৫
(৫) কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী- ৬.৪
(৬) শুভ বিবাহ- ৬.৩
(৭) রোশনাই- ৬.০
(৮) বধূয়া- ৫.৭
(৯) মিঠিঝোরা- ৫.৬
(১০) ডায়মন্ড দিদি জিন্দাবাদ- ৫.১
(১১) অনুরাগের ছোঁয়া+ হরগৌরী পাইস হোটেল- ৫.০
(১২) তোমাদের রাণী- ৪.৮
(১৩) কে প্রথম কাছে এসেছি- ৪.০
(১৪) মালাবদল- ৩.৬
(১৫) হরগৌরী পাইস হোটেল+ চিনি- ৩.৩
(১৬) পুবের ময়না- ৩.২
(১৭) তুমি আশেপাশে থাকলে- ২.৪
(১৮) সন্তোষী মায়ের ব্রতকথা- ১.৯
রিয়েলিটি শো
(১) সারেগামাপা- ৫.৯
(২) দিদি নাম্বার ওয়ান- ৫.৩
(৩) রন্ধনে বন্ধন- ০.৯