Bengali SerialHoop Plus

Komola o Sreeman Prithwiraj: রাতারাতি বদল মুখ্য চরিত্রে, ছোট্ট কমলা-মানিকের বদলে এল কোন জুটি?

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola o Sreeman Prithwiraj)। পুরনো কলকাতায় স্বদেশী আন্দোলনের পটভূমিকায় লেখা সিরিয়ালের গল্প আর পাঁচটা মেগা সিরিয়ালের থেকে অনেকটাই আলাদা। অন্য ধারাবাহিকের থেকে কূটকাচালি তুলনামূলক কম হওয়ায় এবং কমলা ও মানিকের চরিত্রে দুই শিশুশিল্পীকে পাওয়ায় দ্রুত টিআরপি তালিকার শীর্ষে উঠতে থাকে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি ভালো থাকা সত্ত্বেও রাতারাতি বড়সড় বদল ঘটতে চলেছে এই সিরিয়ালে। বদলে যেতে চলেছে মুখ্য দুই চরিত্র।

কমলা এবং মানিকের চরিত্রে এই মুহূর্তে অভিনয় করছেন অয়ন্যা চট্টোপাধ্যায় এবং সুকৃত সাহা। এর আগে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ এবং বড়পর্দায় ‘মিনি’ ছবিতেও অভিনয় করে ফেলেছেন অয়ন্যা। অন্যদিকে এই বয়সেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে তথাকথিত নামী নায়কদের টেক্কা দেওয়ার ক্ষমতা অর্জন করে ফেলেছেন সুকৃত। দুই শিশুশিল্পীর দুষ্টু মিষ্টি প্রেমের গল্প মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। তার প্রমাণ প্রতি সপ্তাহেই পাওয়া যায় টিআরপি তালিকায়। কিন্তু সম্প্রতি সিরিয়ালে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যা দেখে চমকে গিয়েছেন দর্শকরা।

আচমকাই বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে সিরিয়ালের গল্প। বয়স বেড়ে প্রৌঢ় হয়ে গিয়েছে কমলা মানিক দুজনেই। তবে কি অয়ন্যা এবং সুকৃতকে আর দেখা যাবে না এই দুই চরিত্রে? তাঁদের বদলে কি নতুন কোনো জুটি আসছে বড় বেলার কমলা আর মানিক হয়ে? না, দর্শকদের এখনই চিন্তা করার কোনো কারণ নেই। টিআরপি কিছুটা কমলেও দুই শিশুশিল্পীকে বদল করার কোনো পরিকল্পনাই এখন নেই নির্মাতাদের।

আসলে সম্প্রতি সিরিয়ালের একটি পর্বে দেখা গিয়েছে, মানিকের বাবার জন্মদিন উপলক্ষে ছোটরা বড়দের মতো সাজপোশাক করে একটি নাটকের পরিকল্পনা করেছে। সেখানে মানিকের মায়ের মতো সেজে কথা বলতে দেখা গিয়েছে কমলাকে। অন্যদিকে নিজের বাবাকে অনুকরণ করে মানিক। বাদ যায়নি বাড়ির অন্য খুদে সদস্যরাও। কমতে থাকা টিআরপিতে জোয়ার আনতেই দর্শকদের জন্য এই বিশেষ চমক নির্মাতাদের। তবে এতে কাজের কাজ কতটা হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Related Articles