Bengali SerialHoop Plus

ছবিতে থাকা বাচ্চা মেয়েটিকে চিনতে পারছেন! বর্তমানে জি বাংলার জনপ্রিয় নায়িকাদের একজন

সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল প্রায় সবাই স্টার। যে যেমন ইচ্ছা ছবি, ভিডিও পোস্ট করছেন।কোনো খরচ নেই,নেই কোনো আরম্বর। নিজের পছন্দসই ছবি ভিডিও পোস্ট করলেই হল। এখানে অঢেল মানুষ, অঢেল দর্শক। দেখার কোনো অসুবিধা নেই। নেই কোনো টিআরপি র ঝকমারি অত্যাচার।ছবি, ভিডিও ফ্লপ হলেও কারোর কিছু যায় আসে না।

বিশেষত, আজকের দিনে অভিনেত্রীরা খুব বেশি করে অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়ায়। ছোট পর্দা হোক বা বড় পর্দা, অভিনয়ের পর বাড়িতে বা শ্যুটিং এর ফাঁকে বসে চলে দেদার রিল, ভিডিও বানানো। এবং, মাঝে মধ্যেই এই ভিডিও, ছবি ভাইরাল হয়। সম্প্রতি,নিজের ছোটবেলার ছবি দিয়ে ভাইরাল হয়েছেন উমা ধারাবাহিকের লিড চরিত্র।

হ্যাঁ, ধারাবাহিক উমাতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগতা শিঞ্জিনী চক্রবর্তী (Shinjini Chakraborty)। একদা চুটিয়ে মডেলিং করতেন।করেছেন একাধিক মিউজিক ভিডিওতে কাজ। বাদল দাস নামে একটি শর্ট ফিল্মে কাজ করেন তিনি। শেষে মডেল থেকে ধারাবাহিকে পা দেন শিঞ্জিনী। ২০২১ এ বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠে ধারাবাহিকের জনপ্রিয় মুখ।

সোশ্যাল মিডিয়ার বেশ জনপ্রিয় শিঞ্জিনী। মাঝে মধ্যেই নিজের ফটোশ্যুটের নিত্য নতুন ছবি পোস্ট করেন।বানান ইনস্টাগ্রাম রিল। সম্প্রতি, নিজের একটি ছোট বেলার ছবি পোস্ট করেছেন তিনি। ইনস্টাগ্রাম রিলে প্রথমে ছোটবেলার ছবি পরে নিজের গ্ল্যামারাস ছবি তুলে ধরেছেন। দেখে নিন উমা ওরফে শিঞ্জিনী চক্রবর্তীর ছোট বেলার ছবি।