Hoop Food

ভাতের সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ পেঁপের সুক্ত রেসিপি শিখে নিন

পেঁপে খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। কাঁচা পেঁপে ত্বকের জন্য খুব ভালো। তাই নিয়মিত পরিমাণে পেঁপের নানান রকম রেসিপি বাড়িতেই ট্রাই করতে পারেন। আর নিরামিষ এর দিনে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন বাঙালির ঐতিহ্যবাহী রান্না নিরামিষ পেঁপের সুক্ত।

উপকরণ -»
কাঁচা পেঁপে ৫০০ গ্রাম ডুমো ডুমো করে কাটা
দুটি করোলা রিং রিং করে কাটা
রাধুনী, গোটা সরষে
দুধ ১ কাপ
তেজপাতা
নুন মিষ্টি স্বাদমতো
আদা বাটা এক টেবিল চামচ
পোস্ত বাটা এক টেবিল চামচ
সরষের তেল ১ কাপ

প্রণালী -»
কড়াইতে সরষের তেল গরম করে তাতে রিং রিং করে কেটে রাখা করোলা খানিক ভেজে তুলে রাখতে হবে। এরপর তেজপাতা, আদা বাটা, গোটা সরষে এবং রাঁধুনি ফোড়ন দিয়ে ডুমোডুমো করে কেটে রাখা কাঁচা পেঁপে দিয়ে দিতে হবে। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর নুন, মিষ্টি স্বাদ মত এবং পোস্ত বাটা দিয়ে দিতে হবে। সামান্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা খুলে বেশ মাখোমাখো হয়ে গেলে ভেজে রাখা করোলা দিয়ে ওপর থেকে এক চামচ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন ‘পেঁপের সুক্ত’।

Related Articles