Advertisements

Beti Padhao Scholarship: ছাত্রীদের জন্য দারুন সুখবর, ১২ হাজার টাকা স্কলারশিপ দেবে এই কোম্পানি

Shreya Maitra Chatterjee

Shreya Maitra Chatterjee

Follow

Arcelor Mittal Nippon Steel একটি নাম করা স্টিল কোম্পানি। তারা Arcelor Mittal Nippon Steel Beti Padhao দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের উচ্চ শিক্ষিত করার জন্য একটা বেসরকারি স্কলারশিপ চালু করেছে, যেখানে পড়ুয়াদের ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে।

কোন কোর্সে ভর্তি জন্য কত টাকা?

  • নবম শ্রেণীর জন্য বার্ষিক ১২,০০০ টাকা
  • দশম শ্রেণির জন্য বার্ষিক ১২,০০০ টাকা
  • একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১৫,০০০ টাকা
  • B.E বা B.Tech কোর্স বছরে ৫০,০০০ টাকা
  • গ্র‍্যাজুয়েশন বছরে ৪০,০০০ টাকা
  • মেডিকেল কোর্স বছরে ৫০,০০০ টাকা
  • আই টি আই বছরে ১০,০০০ টাকা।
  • ডিপ্লোমা বার্ষিক ২০,০০০ টাকা

কারা এই আবেদন করতে পারবে?

  • মনে রাখতে হবে, এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য। তাই একমাত্র ছাত্রীরাই পারবে, এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে।
  • শেষ পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে, সেই ছাত্রীকে যারা এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করছেন।
  • শুধুমাত্র সেই পরিবারের ছাত্রীরা এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারেন যাদের বার্ষিক আয় পাঁচ লাখ টাকা।

স্কলারশিপ পাওয়ার জন্য কি কি কাগজের প্রয়োজন

  • সব ডকুমেন্ট .png ফাইলে আপলোড করতে হবে।
  • বিগত পরীক্ষার মার্কশিট
  • আইডেন্টিটি প্রুফ (আধার কার্ড অথবা ভোটার আই কার্ড)
  • ঠিকানার প্রমাণপত্র
  • ইনকাম সার্টিফিকেট
  • নতুন কোর্সে ভর্তির রশিদ
  • আবেদনকারীর ব্যাংকের পাসবুক

অনলাইনে কিভাবে আবেদন করবেন

  • আবেদনকারী কে প্রথমে বিদ্যাসারতে পটলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে এবং তারপর Browse Available Schemes অপশনে ক্লিক করলে, ছাত্রীদের সামনে একটা স্কলারশিপ দেখাবে।
  • তারপর আবেদনকারী কে বর্তমানে যে কোর্সে পড়াশোনা করছে, সেই কোর্সের নিচে Apply অপশনটিতে ক্লিক করতে হবে।
  • তারপর আবেদনকারীকে প্রথমে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন এর সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি পুরোপুরি শেষ হয়ে গেলে ইমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • তারপর আবেদনকারীকে নিজের ডিটেলস এবং পড়াশোনা সংক্রান্ত সমস্ত কিছু লিখতে হবে আর প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে আপলোড করে দিতে হবে।
  • এরপর আবেদনকারী যদি একটু চোখ মিলিয়ে দেখে নিন, অর্থাৎ সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে

২০২৪-২৫ স্কলার্শিপ এর আবেদনের শেষ তারিখ ৩১শে আগস্ট ২০১৪।

অবশ্যই মনে রাখবেন

স্কলারশিপের আওতায় কিন্তু কখনোই সকল ছাত্রী পড়বেন না, ওপরের শর্তগুলো যাদের সঙ্গে মিলে যাবে, তারাই একমাত্র আবেদন করতে পারেন এবং তারাই একমাত্র টাকা পাবেন।

Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে ...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow