Advertisements

Musturd Oil: হু হু করে দাম কমছে ভোজ্য তেলের, লিটার প্রতি কত টাকা দাম হল?

Shreya Maitra Chatterjee

Shreya Maitra Chatterjee

Follow

বর্তমান সময় মুদ্রাস্ফীতি বাজারে অনেকটা ছেয়ে গেছে, যার ফলে টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। বর্তমান সময়ের মুদ্রাস্ফীতিতেও বাজারে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশের সাধারণ মানুষ। কেন জানেন? এক ধাক্কায় বেশ অনেকটা কমতে চলেছে রান্নার তেলের দাম। যা শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু একদমই সত্যি। কারণ যে হারে গরম পড়েছে, সেখানে মানুষ খুব একটা ভাজাভুজি, ঝালযুক্ত খাবার খেতেই চাইছে না। যার ফলে তেল বিক্রিও নাকি অনেকটা কমে গেছে, যে কারণে দোকানগুলিতে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে।

রাজ্যে অনেকটা কমল তেলের দাম-

যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন, কোভিদ মহামারীর সময় গোটা বিশ্ব যখন করোনার গ্রাসে পড়েছিল, তখন ভোজ্য তেলের দাম অনেকটা বেড়ে গিয়েছিল। যা কিনতে রীতিমতো হিমশিম খেয়েছিলেন সাধারণ মানুষ, তেলের দাম ২০০ টাকা অব্দি পৌঁছে গিয়েছিল। কিন্তু এবার সেই তেলের দাম কমে গেল অনেকটা, যা সাধারণের নাগালের মধ্যে।

কত টাকা কমল জানেন?

জানা যাচ্ছে,

উত্তরপ্রদেশের যে মুদিখানা দোকানগুলি আছে,

সেখানে তেলের দাম হয়েছে লিটার প্রতি ১৪৫ টাকা

প্রতাপগড়ে দাম হয়েছে লিটার প্রতি ১৪২ টাকা

আগ্রাতে এই তেলের দাম হয়েছে লিটার প্রতি ১৪৪ টাকা।

সব থেকে বেশি দাম কমল পশ্চিমবঙ্গে?

হিসাব করে দেখলে, আপনি দেখতে পাবেন, সব থেকে বেশি দাম কমেছে পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গবাসীর জন্য রইল দারুন খবর। কিন্তু জানেন কি? লুজ বা খোলা সরষের তেলের দাম এখন ১৩০ থেকে ১৩৫ টাকা প্রতি লিটার।

Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে ...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow