Advertisements

Urfi Javed: অফ শোল্ডার টপে যেন ফেটে পড়ছে গ্ল্যামার, ট্রোলের বদলে উরফি বন্দনা নেটিজেনদের মুখে

Nirajana Nag

Nirajana Nag

Follow

হিন্দি টেলিভিশন তারকা হলেও উরফি জাভেদ (Urfi Javed) প্রথম লাইমলাইটে আসেন বিগ বস OTT তে অংশ নেওয়ার পর। শোতে তাঁর ভিন্ন ধরণের পোশাক, ফ্যাশন সেন্স নজর কেড়ে নিয়েছিল দর্শকদের। জনপ্রিয়তা পেতে দেরি হয়নি উরফির। তবে এখন তাঁর জনপ্রিয়তা মূলত বিতর্কের কারণে। লাইমলাইট ধরে থাকার উপায় পেয়ে যেতেই সেটার সদ্ব্যবহার করতে দেরি করেননি উরফি। কিন্তু দিনকে দিন তাঁর পোশাকের পরিমাণ যে হারে কমছে তাতে পাকাপাকি ভাবে বিতর্ককেও সঙ্গী করে ফেলেছেন উরফি।

গতে বাঁধা জীবনের বাইরে চলতেই অভ্যস্ত উরফি জাভেদ। যা স্বাভাবিক, সাধারণ সেটাকেই যেন চ্যালেঞ্জ জানানো স্বভাব তাঁর। নিজের পোশাক পছন্দের জন্য কম বিপদে পড়েননি তিনি। এমনকি ধর্মীয় ফতোয়া জারি হয়েছে তাঁর নামে। পেয়েছেন প্রাণনাশের হুমকিও। কিন্তু উরফিকে নিজের রাস্তা থেকে সরানো যায়নি মোটেই। প্রায় দিনই তাঁর ‘উদ্ভট’ পোশাক উঠে আসে সংবাদ শিরোনামে। তেমনি চর্চায় থাকে উরফির সোশ্যাল মিডিয়া পোস্টও। এখন তাঁর জনপ্রিয়তা মূলত বিতর্কের কারণে। লাইমলাইট ধরে থাকার উপায় পেয়ে যেতেই সেটার সদ্ব্যবহার করতে দেরি করেননি উরফি। কিন্তু দিনকে দিন তাঁর পোশাকের পরিমাণ যে হারে কমছে তাতে পাকাপাকি ভাবে বিতর্ককেও সঙ্গী করে ফেলেছেন উরফি।

বিমানবন্দর থেকে রেস্তোরাঁ সর্বত্রই উরফির পিছু ধাওয়া করে পাপারাৎজি। সর্বক্ষণই ক্যামেরার নজরদারিতে থাকেন তিনি। একথা উরফি নিজেও ভাল জানেন। আর তাই এই সুযোগটাকেই তিনি কাজে লাগান সংবাদ শিরোনামে উঠে আসার জন্য, আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। প্রায়দিনই কোনো না কোনো ভিডিও ভাইরাল হয় উরফির। তবে এবার ট্রোলের বদলে প্রশংসা পেলেন তিনি।

সম্প্রতি উরফির একটি ভিডিও বেশ ভাইরাল হতে শুরু করেছে নেট পাড়ায়। জিন্সের সঙ্গে কালো এবং নানা রঙের একটি সুন্দর অফ শোল্ডার করসেট টপ পরেছেন তিনি। দু হাতই ভরা হলুদ রঙের চুড়িতে। কোমর পর্যন্ত খোলা চুলে বেশ মোহময়ী দেখাচ্ছে উরফিকে। সমালোচনা ভুলে এবার বাস্তবিকই তাঁকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখা...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow