Advertisements

Government Job: শুধুমাত্র মাধ্যমিক পাশেই মোটা টাকা বেতন, রাজ্য সরকারি দফতরে চলছে নিয়োগ

Nirajana Nag

Nirajana Nag

Follow

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রাজ্যের আইনি দফতরে শুরু হতে চলেছে কর্মী নিয়োগ (Recruitment)। রাজ্য সরকারের তরফে এ বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এই চাকরির আবেদনের ক্ষেত্রে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নির্বাচন করা হবে প্রার্থীদের। কারা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য, শূন্য পদের সংখ্যা কত, আবেদন প্রক্রিয়া থেকে বেতনের পরিমাণ সব তথ্যই দেওয়া রইল এই প্রতিবেদনে।

পদের নাম: প্যারালিগাল ভলান্টিয়ার (Paralegal Volunteer)

শূন্য পদের সংখ্যা: ২ টি

কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য? 

  • এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অন্ততপক্ষে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • মুখ্য বিষয়টি হল, আবেদনকারীকে দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতেই হবে।
  • উল্লেখ্য, শুধুমাত্র মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কোনো পুরুষ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
  • আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি।

কত বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা? 

প্রতিদিন ৫০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে নির্বাচিত কর্মীদের।

কীভাবে আবেদন করা যাবে এই পদের জন্য? 

কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এই চাকরির জন্য। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে প্রার্থীদের। এক্ষেত্রে কোনো আলাদা করে আবেদন পদ্ধতি উল্লেখ করা হয়নি। নির্দিষ্ট দিনে জরুরি নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে ইচ্ছুক প্রার্থীদের। ইন্টারভিউ এর ঠিকানা হল, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

কী কী নথিপত্র লাগবে? 

  • পরিচয়পত্র
  • বায়োডেটা
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
  • এক কপি রঙিন ছবি
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখা...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow