Advertisements

Summer Vacation Travel: মাত্র ২২৫ টাকায় থাকার জায়গা, উইকেন্ডে দীঘা ঘুরে আসুন নামমাত্র খরচে

Shreya Maitra Chatterjee

Shreya Maitra Chatterjee

Follow

বাঙালি মানেই যেন পায়ের তলায় সরষে লাগানো আছে। শনি, রবিবার ছুটি পেলেই তারা দীঘার উদ্দেশ্যে পাড়ি দেন। আসলে কম সময়, কম খরচায় দীঘা খুব ভালো একটা গন্তব্যস্থল। সমুদ্রের জলে পা ডুবিয়ে মজা করতে বেশ ভালোবাসে বাঙালিরা। আসলে কংক্রিটের শহরে থাকতে থাকতে বাঙালি মন যখন একটুখানি তাজা বাতাস গ্রহণ করতে চায়, তখন তাদের প্রথম ডেস্টিনেশন হয় দীঘা। তবে চিন্তা করবেন না, এবার দীঘায় গিয়ে থাকার খরচ ভীষণ কম, পকেট এ মাত্র কিছু টাকায় ঘুরে আসতে পারবেন দীঘা। যারা দীঘা যেতে ভালোবাসেন তাদের জন্য রইল দুর্দান্ত একটা সুখবর।

কিন্তু কি সেই সুখবর?

দীঘায় যত মানুষ যাতায়াত করছেন, ততই বাড়ছে দীঘার হোটেলের চাহিদা। কেউ চাইছেন, একেবারে সমুদ্রের ধারে কেউবা চাইছেন সমুদ্র থেকে একটু ভেতরে। বিশেষ করে মাসের শেষে যখন পরিবারের প্রত্যেককে নিয়ে যেতে হয়, তখন সব মিলিয়ে চিন্তা তো হতেই পারে। কিন্তু আর কোন চিন্তা নেই এবার অল্প খরচা করলেই আপনি পেয়ে যাবেন অসাধারণ হোটেল।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে গড়ে উঠেছে যুব আবাস বা Youth Hostel। সারা বাংলার বিভিন্ন জায়গায় প্রতিটি জেলায় রয়েছে যুব আবাসের সুবিধা। এখানে প্রতি রাতের ভিত্তিতে বুকিং করা হয়।

এই হোস্টেলে থাকার নিয়ম কি?

  • এই হোস্টেল(Hostel)গুলিতে কেবল থাকারই সুবিধা আছে, খাবার পাওয়া যায়না।

  • তিন দিনের জন্য এই হস্টেলে বুক করতে পারবেন। হোস্টেল চেক ইনের সময় সকাল ৯ টা আর চেক আউটের সময় সকাল ৮.৩০ টা।
  • রাত্রিবাস করলে হোস্টেলের ভিতর কোনও রকমের মদ্যপান, ধূমপান করা যাবে না।
  • এর পাশপাশি হোস্টেলের বারান্দা থেকে ভিডিয়ো করাও যাবেনা।

Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে ...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow