Advertisements

কাঁচা নাকি পাকা আম, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী জানেন!

Shreya Maitra Chatterjee

Shreya Maitra Chatterjee

Follow

কাঁচা আমের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা যারা প্রতিদিন নানা রোগের জর্জরিত হচ্ছেন, তারা কিন্তু অবশ্যই কাঁচা আমের শরবত খেতে পারেন, কাঁচা আম পুড়িয়ে খেতে পারেন কাঁচা আম সেদ্ধ করে খেতে পারেন। যদি প্রতিদিন নিয়ম করে খাওয়া হয়, তাহলে কিন্তু চুল ত্বক দুটোই ভালো থাকবে। এছাড়াও যারা নিয়মিত পেটের সমস্যায় ভোগের যাদের পাকা আম খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়, তারা কিন্তু কাঁচা আম খেয়ে দেখতে পারেন তাদের অসাধারণ উপকার পাবেন।

পাকা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, খনিজ লবণ আর কেরোটিন। আপনি যদি পাকা আম খান তাহলে আপনার চোখে দৃষ্টিশক্তির ক্ষমতাও অনেকটা বেড়ে যাবে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যারা ঘনঘন সর্দি-কাশিতে ভোগেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন তারাও কিন্তু প্রতিদিন একটা করে পাকা আম খেতে পারেন। যারা খুব দুর্বল অনুভব করেন, তারাও কিন্তু রোজ একটা করে পাকা আম খেতে পারেন।

হাড় শক্ত করতে ভালো রাখে এই পাকা আম, যদি প্রতিদিন অল্প করে পাকা আম খেতে পারেন, তাহলে রক্তাল্পতার সমস্যাও থেকেও দূর হতে পারে। এছাড়া ও প্রস্টেট ক্যান্সারে যারা ভুগছেন, তাদের জন্য কিন্তু পাকা আম বেশ কার্যকর যাদের অতিরিক্ত হাই কোলেস্টেরল আছে তারাও কিন্তু পাকা আম খেতে পারেন। তবে যাদের ডায়াবেটিস আছে, তারা কিন্তু বেশি পরিমাণে খাবেন না, অল্প করে খাবেন তাতে সুগারটাও কিন্তু কন্ট্রোলে থাকবে। তাই আর দেরি না করে আমের মরসুম তো চলে গেল, চটপট পাকা আম কিনে আনুন, আর প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন।

Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে ...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow